আসামের নেশা কারবারী ধরা পড়লো উত্তর ত্রিপুরা পুলিশের জালে

28th January 2020 অনান‍্য
আসামের নেশা কারবারী ধরা পড়লো উত্তর ত্রিপুরা পুলিশের জালে


 

আবারো আসামের এক নেশা কারবারিসহ দশ হাজার নেশার ইয়াবা ট্যাবলেট ধরা পড়ল উত্তর ত্রিপুরা জেলা পুলিশের জালে। পরপর এই আসামের নেশা মাফিয়ারা আসাম পুলিশকে টুপি পরিয়ে রাজ্যে প্রবেশ করলেও ত্রিপুরা পুলিশের হাত থেকে রেহাই পাচ্ছে না। তাছাড়া ওই নেশা কারবারীদের জালে তুলে জেলা পুলিশ মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে সামান্য হলেও বার্তা দিতে চলেছে।
অপরদিকে, আসামের ওই নেশা মাফিয়ারা বিভিন্ন কৌশলে ত্রিপুরাতে প্রবেশ করতে চাইছে। কখনো নিজেদের মোটরবাইকে চেপে আবার কখনো বা নিজেদের বিলাসবহুল গাড়ি করে রাজ্যে প্রবেশ করছে। আজ অবশ্য ভিন্ন কায়দায় শিলচর থেকে আগরতলাগামী যাত্রীবাহী প্যাসেঞ্জার ট্রেনে করে দুপুর তিনটায় নদিয়াপুর রেল স্টেশন নামে জাকির উদ্দিন লস্কর(৩০) নামে ওই নেশা মাফিয়া। তারপর সে স্টেশন চত্বর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকে। অপরদিকে, আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল জেলা পুলিশ সুপারের নিকট। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস বিশাল পুলিশবাহিনী নিয়ে ওই এলাকাতেই ওৎ পেতে থাকেন। তখন পুলিশের আছ বুঝতে পেরে নেশা মাফিয়া জয়নাল গা ঢাকা দিতে চেয়েছিল। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে পাকড়াও করতে সক্ষম হয়। তার সঙ্গে দশ হাজার নেশার ইয়াবা ট্যাবলেট আটক করা হয়। পুলিশ সুপার শ্রী চক্রবর্তী জানিয়েছেন আটক ইয়াবা ট্যাবলেট গুলোর বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা। তাছাড়া ধৃত নেশা মাফিয়া জাকিরের বাড়ি আসামের হাইলাকান্দি জেলার লালাবাজার এলাকায়। সে নিজের দোষ পুলিশের কাছে কবুল করেছে। বর্তমানে তাকে চুড়াইবাড়ি থানায় নিয়ে আসা হয় এবং তার বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলাও হাতে নেওয়া হয়েছে। আগামীকাল তাকে জেলা আদালত ধর্মনগরে সোপর্দ করা হবে।

        ছবি - ভানুময় চন্দ





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।